ইনসাইড বাংলাদেশ

এবার ভারত সফরে গেলেন এরশাদ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2018


Thumbnail

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ চারদিনের সফরে ভারত গেলেন। ভারত সরকারের আমন্ত্রণে তিনি এ সফরে যান। এর আগে আওয়ামী লীগ ও বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা ভারত সফর করেছেন।

আজ রোববার সকাল ১০টায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।  

হুসেইন মুহাম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ২৫ জুলাই বিকেল ৪টায় তার দেশে ফেরার কথা রয়েছে।

জানা যায়, দিল্লি সফরে এরশাদ বিজেপি সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এরশাদের এই ভারত সফরকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এরশাদের সফরসঙ্গী হিসেবে আছেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মেজর (অব.) মো. খালেদ আখতার ও সুনীল শুভ রায়।

বাংলাইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭