ওয়ার্ল্ড ইনসাইড

ছেলের বিরোধী প্রচারণায় প্রার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2018


Thumbnail

ছেলের সমর্থন না পেয়ে মির্জা আহমেদ মুঘল নামে এক স্বতন্ত্র প্রার্থী গুলি করে আত্মহত্যা করেছেন। একটি গোরস্থান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম গুলো।

ফয়সালাবাদের এনএ ১০৩ আসন থেকে নির্বাচন করার কথা ছিল এই প্রার্থীর। এ ঘটনার একদিন আগে হোয়াটস অ্যাপে এক ভিডিও বার্তায় ছেলের সঙ্গে দ্বন্দ্বের কথা জানান তিনি।

সেখানে তিনি বলেন, তাঁর ছেলে ও ছেলের বউ পাড়া প্রতিবেশীদের গিয়ে তাঁকে ভোট না দেওয়ার আহ্বান জানায়। সেজন্য তিনি এ পথ বেছে নেন। এর আগে প্রার্থী নির্বাচিত হওয়ার পরই ছেলের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তিনি।

এদিকে দেশটির নির্বাচন কমিশন পাকিস্তানি নির্বাচনী আইনের ধারা ৭৩ অনুসারে, ঐ আসনের ভোট গ্রহণ স্থগিত করেছে। বুধবারের পর যেকোনো দিন ঐ আসনে ভোট গ্রহণের কথা রয়েছে।

 
বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭