ওয়ার্ল্ড ইনসাইড

সন্ত্রাসী হামলায় ১১ ইরানি সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2018


Thumbnail

ইরাক সীমান্তের কাছে একটি চেকপয়েন্টে হামলায় বিস্ফোরনে নিহত হয়েছে ১১ ইরানি সেনা। গত শনিবার ইরানের বেসরকারি সংবাদ সংস্থাগুলো এ খবর প্রকাশ করে। নিহতদের সবাই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সদস্য বলে নিশ্চিত করেছে সংস্থাটির একজন উর্ধ্বতন কর্মকর্তা।

বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, গত শনিবার ভোররাতে সন্ত্রাসীদের সাথে মারিভান এলাকার দারি গ্রামে ইরানের আইআরজিসির সেনা সদস্যদের সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে নিকটস্থ গোলাবারুদের গুদামে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয় ১১ ইরানি সেনা, আহত হয় আরও ৮ জন। বেশ কয়েকজন সন্ত্রাসী আহত হলেও তাদের গ্রেপ্তার করা সম্ভব হয় নি।

গত কয়েক বছর ধরেই সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে ইরানি সেনাদের সংঘর্ষ চলছে। তবে কোন সন্ত্রাসী গোষ্ঠী এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায় নি। এছাড়া হামলার দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করে নি।


বাংলা ইনসাইডার/জেডআই 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭