ইনসাইড বাংলাদেশ

বিএনপির সমাবেশে ককটেল বিস্ফোরণের কথোপকথন (অডিও)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2018


Thumbnail

রাজশাহীতে বিএনপি মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের সমাবেশে বোমা হামলার বিষয়ে দুই নেতার কথোপকথনের অডিও রেকর্ড উদ্ধার করেছে গোয়েন্দারা। এর ভিত্তিতেই শনিবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজ দলের লোকজনকে দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে একথা জানান মন্টু।

এক মিনিট ৪৪ সেকেন্ডের এই কথপোকথনের রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়, মতিউর রহমান মন্টু তাইফুল ইসলামকে ফোন করেছিলেন। নিচে কথোপকথনের রেকর্ড হুবহু তুলে ধরা হলো

তাইফুল ইসলাম: জ্বি ভাই।

মতিউর রহমান মন্টু: ভালো আছো?

তাইফুল: জ্বি ভাই।

মন্টু:এইতো কালকে কাম কাজ, প্রচণ্ড রোদের তাপে জ্বর, অসুস্থ। তো গত পরশু দিন যে ঘটনা ঘটেছে তা শুনছো তো না-কি?

তাইফুল: এই একটু শুনেছি বেশি শুনি নাই। ওই যে বোমা মারিছে ওই টা তো?

মন্টু: হ্যাঁ।

তাইফুল: সেইটা তো জানি।

মন্টু: জানো, তো কারা করলো, সেইটা কি জানো?

তাইফুল: হ্যাঁ?

মন্টু: কারা করেছে সেইটা কি জানো?

তাইফুল: তা জানি না।

মন্টু: যাক আমি যে কথাটা বলবো তা হজম করবা, পারলে জায়গা মতো বলবা। আমাদের দুই ভাই জড়িত।

তাইফুল: হ্যাঁ...?

মন্টু: আমাদের দুই জন জড়িত। বিএনপির লোক দিয়ে কাজ করানো হয়েছে। ভাইয়ের কাছ থেকে ক্রেডিট নেওয়ার জন্য আমার নির্দেশে কাজ করছে।

তাইফুল: কোন দুই ভাই?

মন্টু: নাটোরের খালেক আর জাবেদ।

তাইফুল: এটা আমার বিশ্বাস হয়।

মন্টু: জাবেদ হলো শাহিন শওকত ভাইয়ের লোক।

তাইফুল: হ্যাঁ, ঠিক আছে এইটা আমার বিশ্বাস হয়।

মন্টু: এটা হওয়ার সাথে সাথে...ভাইয়াকে...সব ঠিক হয়ে গেছে। আমার মিছিলে লোক কম পড়ছে। আমাদের নেতা তো এখন খালি ফটোসেশন ভাই। এটা তো দলের ক্ষতি হচ্ছে।

এদিকে শনিবার রাতে মতিউর রহমান মন্টুকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কথোপকথনের কথা স্বীকার করেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

গত মঙ্গলবার সকালে রাজশাহী সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর সাগরপাড়া বটতলার মোড়ে পথসভা চলাকালে ককটেল বিস্ফোরণ ঘটে। এঘটনায় বিএনপির একজন নেতাসহ ৫ জন আহত হয়।

 


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭