ইনসাইড বাংলাদেশ

‘কোটা সংস্কারে ছাত্রলীগকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2018


Thumbnail

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে ছাত্রলীগকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী।’

আজ রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের আয়োজিত গতকালের গণসংবর্ধনা অনুষ্ঠানের বিভিন্ন বিষয় তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গতকাল সোহরাওয়্যার্দী উদ্যানে সভা শেষে ছাত্রলীগকে কোটা আন্দোলনের বিষয়ে সতর্ক করেন প্রধানমন্ত্রী। এছাড়া কোটা আন্দোলন ইস্যুতে প্রধানমন্ত্রী ছাত্রলীগকে বাড়াবাড়ি না করার ও নির্দেশ দেন।

এর আগে কোটা সংস্কার আন্দোলনে দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগের পাওয়া গেলে বিষয়টি প্রধানমন্ত্রীসহ আওয়ামীলীগের সবার নজড়ে আসে। সে অভিযোগের ভিত্তিতেই ছাত্রলীগকে সতর্ক করেন প্রধানমন্ত্রী।


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭