ইনসাইড বাংলাদেশ

বাকৃবি’র ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2018


Thumbnail

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বাকৃবি ও বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

আজ রোববার বাকৃবি’র বঙ্গবন্ধু চত্বরে রাষ্ট্রপতি বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন।

বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধনকালে রাষ্ট্রপতি প্রাকৃতিক দুর্যোগে সহনশীল ফসলের জাত উদ্ভাবন করতে কৃষি গবেষকদের আহ্বান জানান।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মঞ্চ অগ্নিকাণ্ডে পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ফায়ার সার্ভিস আসার আগেই পুরো প্যান্ডেল পুড়ে ছাই হয়ে যায়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতায় বাকৃবির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শুরু হয়েছে।

 

বাংলা ইনসাইডার/বিকে 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭