ইনসাইড বাংলাদেশ

‘অক্টোবরের যেকোনো সময়ে নির্বাচনকালীন সরকার’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2018


Thumbnail

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অক্টোবরের যেকোনো সময়ে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো নিয়েই ছোট আকারের মন্ত্রিসভা গঠন করা হবে। অন্য কাউকে এই মন্ত্রিসভায় রাখার কোনো সুযোগ নেই।’

আজ রোববার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির পক্ষ থেকে নির্বাচনের জন্য শর্ত প্রদান করা হয়েছে, কোনো শর্ত দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে না। সাংবিধানিক নিয়মানুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনেও বিএনপি আসবে কি, আসবে না, সেটা দেখার বিষয় না।’

এসময় ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচনে বিএনপি আসবে। তাদের (বিএনপির) প্রয়োজনেই আসতে হবে। নির্বাচন তো আর সরকারের অনুদান নয়। নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপির অধিকার। সংসদ নির্বাচনে বিএনপি না এলে কি গণতন্ত্র থেমে থাকবে? অবশ্যই না।


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭