ওয়ার্ল্ড ইনসাইড

সৌদি আরবে এবার রোবট চালিত ফার্মেসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2018


Thumbnail

রোবট সোফিয়াকে নাগরিকত্ব দিয়ে সারা বিশ্বে হৈচৈ ফেলে দেওয়ার পর এবার সৌদি আরবে চালু হয়েছে প্রথম রোবট চালিত ফার্মেসি। দেশটির কিং ফাহাদ হাসপাতালে গত বৃহস্পতিবার দেশের প্রথম স্মার্ট ফার্মেসির উদ্বোধন করা হয়। সেখানেই কাজ করবে রোবট।

জানা গেছে, সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে রোবট দিয়ে এ ফার্মেসি চালানো হবে। রোবট দ্বারা চালিত এ ফার্মেসিতে প্রতি ঘণ্টায় ১ হাজার ৫০০ প্যাকেট ঔষধ সরবরাহ করা ও প্রায় ২৪০ টি প্রেসক্রিপশন পড়া সম্ভব। শুধু তাই নয়, রোবটের মাধ্যমে ঘন্টায় প্রায় ২০ হাজার ঔষধ মজুদকরণ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ সরানোর কাজ করা সম্ভব।

রোবট ব্যবহারের ফলে ফার্মেসি চালনায় রোগী ও কর্মীদের সময় অনেকটাই সাশ্রয় হবে। নতুন এ ফার্মেসির মাধ্যমে দেশের জনগণকে দ্রুত ও উন্নত সেবা প্রদানই মূল লক্ষ্য বলে জানান দেশটির তাবুক অঞ্চলের গভর্নর প্রিন্স ফাহাদ।  


বাংলা ইনসাইডার/জেডআই /জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭