ইনসাইড বাংলাদেশ

রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদকের সাতদিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2018


Thumbnail

রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুর সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পথসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাঁর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশ আবেদন করে।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে রাজশাহী পুলিশের কমিশনার শহীদ আক্তার এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, রাজশাহী বিএনপির সাধারণ সম্পাদক পথসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। শুধু তাই নয়, পথসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে মতিউর রহমান মন্টু ও বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহীন শওকতের মধ্যকার মোবাইল কথপোকথনের রেকর্ডও তাঁদের হাতে আছে।

গত ১৭ জুলাই রাজশাহীর সাগরপাড়া মোড়ে বিএনপির বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পথসভায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। চারটি মোটরসাইকেলে করে এসে আটজন যুবক পথসভার ঘটনাস্থলে গিয়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। গতকাল শনিবার দিবাগত রাতে মতিউর রহমান মন্টুকে তাঁর রামচন্দ্রপুর এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা ও গোয়েন্দা পুলিশ।


বাংলা ইনসাইডার/বিকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭