ইনসাইড বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র সিরাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2018


Thumbnail

কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে নিযুক্ত হলেন মো. সিরাজুল ইসলাম। তিনি এর আগে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে যুক্ত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র দেবাশীষ চক্রবর্তীকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে শুভঙ্কর সাহার অব্যাহতির পর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নিযুক্ত হন দেবাশীষ চক্রবর্তী।

কিছুদিন আগেই বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে ২২ ক্যারেট স্বর্ণের পরিমাণ ও ধরণ বদলে যাওয়ার অভিযোগ পাওয়া যায়। এর পর থেকেই কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। সমালোচনার মুখেই শেষ পর্যন্ত অব্যাহতি দেওয়া হলো দেবাশীষ চক্রবর্তীকে।

এছাড়া স্বর্ণে জালিয়াতির বিষয়ে বাংলাদেশ ব্যাংককেই দায়ী করেন অর্থমন্ত্রী। নিউইয়র্কে থাকাকালীন অবস্থায় এ বিষয়ে দেশে ফেরার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে গত বুধবার জানিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭