ইনসাইড ক্যারিয়ার

প্রাণিসম্পদে ১৭ হাজার নতুন পদের সৃষ্টি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2018


Thumbnail

প্রাণিসম্পদ অধিদপ্তরে ১৬ হাজার ৯৭৯টি নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন জনবল কাঠামোর আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে প্রাণিসম্পদ অধিদপ্তরে ৯ হাজার ৪৬২টি পদের বিপরীতে ১ হাজার ৬৯৫ জন কর্মকর্তা এবং ৭ হাজার ৭৬৭ জন কর্মচারী কর্মরত আছেন। তবে মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরে অনেক শুন্য পদ রয়েছে।  

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রইছউল আলম মণ্ডল বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরে জনবল নিয়োগের জন্য একটি নতুন জনবল কাঠামো (অর্গানোগ্রাম) প্রণয়ন করা হয়েছে যা অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া বর্তমান অর্গানোগ্রাম অনুযায়ী কর্মচারীদের শূন্যপদ পূরণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং এর আওতাধীন অধিদফতর/দফতর/সংস্থায় নিয়োগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।


বাংলা ইনসাইডার/বিপি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭