ইনসাইড গ্রাউন্ড

তামিমের হাত ধরে টাইগারদের রেকর্ড!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2018


Thumbnail

সাকিব-তামিমের দুইশতাধিক রানের জুটি এবং শেষ দিকে মুশফিকের ঝড়ো ইনিংসের ওপর ভর করে লড়াকু সংগ্রহ গড়েছে টাইগাররা। নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৭৯ রান করে মাশরাফির দল।  তামিম ১৬০ বলে ১৩০, সাকিব ১২১ বলে ৯৭ এবং মুশফিক ১০ বলে ৩০ রান করেন।

তবে হাতে উইকেট থাকার পরও তামিম-সাকিব কচ্ছপ গতিতে ব্যাটিং করেছেন। সেই সঙ্গে বেশ কয়েকবার জীবনও ফিরে পান ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডারদের কারণে। কিন্তু কচ্ছপ গতির ক্রিকেট তামিম-সাকিব যেভাবে খেলছিল সেটা একটু দৃষ্টিকটুই ছিল।

সেঞ্চুরির আশা জাগানো দুই ব্যাটসম্যান খেলছিলেন সিঙ্গেলস নিয়ে। তিন অঙ্কে যেতে পারেননি সাকিব। তামিমের ব্যাট থেকে আসে বাংলাদেশের মন্থরতম সেঞ্চুরি। তবুও ওয়েস্ট ইন্ডিজে স্বাগতিকদের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ পেয়ে গেছে বাংলাদেশ।

এদিন ক্যারিয়ারের দশম সেঞ্চুরি পেয়েছেন তামিম ইকবাল। তিন অঙ্কের দেখা পেতে বাঁহাতি এই ওপেনারের লেগেছে ১৪৬ বল। ওয়ানডেতে এটাই বাংলাদেশের মন্থরতম বা বেশি বলের  সেঞ্চুরি। তিন অঙ্কে যেতে তামিম হাঁকান ৭টি চার ও একটি ছক্কা।

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭