ওয়ার্ল্ড ইনসাইড

টরন্টোতে বন্দুকধারীর হামলা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/07/2018


Thumbnail

কানাডার টরন্টোতে বন্দুকধারীর হামলায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে আরও অন্তত ১০ জন। স্থানীয় সময় রোববার এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

টরন্টো পুলিশ এক টুইটবার্তায় জানিয়েছে, রোববার রাত ১০টা নাগাদ গ্রিকটাউন শহরের পার্শ্ববর্তী এলাকায় ঘটনাটি ঘটে। এলোপাতাড়ি গুলি চালানোর পর বন্দুকধারী আত্মহত্যা করেছে বলেও জানিয়েছে তারা।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে ড্যানফোর্থের একটি রেস্তোরাঁয় অবস্থান করছিলেন তিনি। তখন হঠাৎ করেই তারা গোলাগুলির শব্দ শুনতে পান। তারা মনে করেছিলেন, বাজি ফোটানো হচ্ছে, পরে দৌড়ে রেস্তোরাঁর পেছনে গিয়ে তারা লোকাজনের চিৎকার শুনতে পান।

অন্টারিওর মুখ্যমন্ত্রী ডাগ ফোর্ড বলেন, যারা ভুক্তভোগীদের সহায়তায় এগিয়ে এসেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


বাংলা ইনসাইডার/এএইচসি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭