ওয়ার্ল্ড ইনসাইড

মঙ্গোলিয়ায় বন্যায় ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/07/2018


Thumbnail

মঙ্গোলিয়ার দক্ষিণাঞ্চলে বন্যায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে আরো বেশ কয়েকজন। আজ সোমবার বার্তা সংস্থা সিনহুয়া এ খবর প্রকাশ করে।

বন্যার কারণে মঙ্গোলিয়ার ৩ লাখ ৩৮ হাজার নাগরিক পানিবন্দী ও ১ লাখ ৫৭ হাজার জমি ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া প্রায় তিনশোর মতো বাড়িঘর ধ্বংস হয়ে গেছে ও প্রায় ১০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

চলতি মাসে প্রবল ঝড় ও বৃষ্টিপাতের কারণে এ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগে আবহাওয়ার বিপর্যয়ের কারণে দেশটিতে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ।

এদিকে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ পরিস্থিতি আরো কিছুদিন বিরাজ করবে। 


বাংলা ইনসাইডার/জেডআই 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭