ইনসাইড বাংলাদেশ

ডিসি সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/07/2018


Thumbnail

তিনদিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

তিন দিনব্যাপী এই সম্মেলনে ৫১টি মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে আলোচনার জন্য মোট ৩৪৭ টি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে ভূমি, স্থানীয় সরকার এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত প্রস্তাবই সবচেয়ে বেশি।

জেলা প্রশাসক সম্মেলনে আলোচনায় ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ ভৌত অবকাঠামো উন্নয়ন এবং উন্নয়নমুলক কার্যক্রমের বাস্তবায়ন পরিবীক্ষন ও সমন্বয় গুরুত্ব পাবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জানান, নির্ধারিত এজেন্ডা ছাড়া সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে মাঠ পর্যায়ের সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গে খোলামেলা আলোচনা হবে।

আগামী ২৬ জুলাই শেষ হবে তিনদিনের জেলা প্রশাসক সম্মেলন।


বাংলা ইনসাইডার/বিকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭