ওয়ার্ল্ড ইনসাইড

সমুদ্র সৈকতে উড়ন্ত ছাতা গিয়ে বিঁধল নারীর বুকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/07/2018


Thumbnail

আরামে বসার জন্য বড় বড় ছাতা সমেত হেলানো চেয়ার প্রায় সব সৈকতেই ভাড়া পাওয়া যায়। তবে সেই ছাতাগুলো কিন্তু মোটেই নিরাপদ নয় পর্যটকদের জন্য। খুব হালকাভাবে সেগুলোকে বালিতে গেঁথে রাখা হয়। একটু বাতাস হলেই ঘটতে পারে নানা অঘটন। সম্প্রতি ঠিক তেমনই এক ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ওশান সিটি সৈকতটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। গত রোববার বিকেলে সেই সৈকতে বসে ছিলেন ৪৬ বছর বয়সী এক নারী। হঠাৎ করেই জোরালো বাতাসে উড়ে এসে এক ছাতা বিধলো সেই নারীর বুকে।

খবর পেয়ে উদ্ধারকর্মীরা ছুটে এসে ছাতার দন্ডটিকে মাঝখানে কেটে তাকে মুক্ত করেন। সঙ্গে সঙ্গে হেলিকপ্টার যোগে তাকে পাঠানো হয় হাসপাতালে। ভাগ্যক্রমে বেঁচে যান তিনি।

তবে এমন ঘটনা এবারই কিন্তু প্রথম নয়, কিছুদিন আগেই নিউ জার্সির আরেকটি বিচে এক নারীর পায়ে গেঁথে যায় উড়ন্ত ছাতা। এমনকি সেই ছাতা থেকে তাঁকে মুক্ত করার জন্য ব্যবহার করা হয় বিশেষ যন্ত্র।

রোদ-বৃষ্টি থেকে সুরক্ষা দেয় ছাতা। আর সেই ছাতা থেকেই যদি দুর্ঘটনা হয়, সেটি কিন্ত বেশ দু:খজনক।


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭