ওয়ার্ল্ড ইনসাইড

আফগানিস্তানে ১১ আইএসের আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/07/2018


Thumbnail

পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করতে আফগানিস্তানে ১১ আইএস জঙ্গি আত্মসমর্পণ করেছে। নজিরবিহীন এ ঘটনাটি প্রকাশ করেছে চীনের গণমাধ্যম সিনহুয়া নিউজ।

আইএস অধ্যুষিত এলাকা নামে পরিচিত আফগানিস্তানের জাওয়াজান প্রদেশে ১১ আইএস জঙ্গী আফগান সেনাদের কাছে নিজেদের অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করে। এদিকে আফগানিস্তানের সরকার তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের এ উদ্যোগকে অন্যদের জন্য অনুপ্রেরণা বলে মনে করছে আফগান সরকার।

এদিকে আত্মসমর্পনকারী দলটির কমান্ডার মুল্লাহ জুরা জানিয়েছে, তালেবান গোষ্ঠী ও আইএসের মধ্যে সংঘটিত বিরোধের কারণে তাঁরা আইএসের সঙ্গ ছাড়ছেন।

আফগান পুলিশ কর্মকর্তা গুলাম আলী জানান, সরকারের সঙ্গে আইএসের দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ থেকে অবসান পেতেই আত্মসমর্পন করে তাঁরা।


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭