ইনসাইড বাংলাদেশ

দারিদ্র্য দূরীকরণ বিষয়ে ভাবতে হবে জেলা প্রশাসকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/07/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সম্পদ কাজে লাগিয়ে দারিদ্র্য দূর করতে হবে। আর কীভাবে তা সম্ভব হবে তা ভাবতে হবে জেলা প্রশাসকদের।

আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে তিনদিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন।

বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জেলা প্রশাসকদের সম্মেলন সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ন। কারণ মাঠ পর্যায়ের কর্মকর্তারা জনগণের সঙ্গে মত বিনিময়ের সুযোগ পান।’

প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদক কারবারের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অপরাধীর দলীয় পরিচয় দেখার দরকার নেই।’

জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা দূর করে দেশে শান্তি বজায় রাখতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

গণতান্ত্রিক ব্যবস্থাই দেশের সার্বিক উন্নয়ন ঘটাতে পারে একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাজেটের টাকায় উন্নয়নের কাজ চলছে আর তার তদারকিও গুরুত্বপুর্ন। এসব বিষয়ে তদারকি করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারি সেবা পেতে মানুষ যেন হয়রানি না হন সে দিকে কঠোরভাবে নজর দিতে হবে।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে ঔপনিবেশিক মানসিকতা ঝেড়ে ফেলে সততা নিয়ে কাজ করতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।


বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭