ইনসাইড বাংলাদেশ

বৃষ্টি থাকবে কালও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/07/2018


Thumbnail

সকাল থেকেই আকাশে সজল-কাজল মেঘের আনাগোনা। দিনের শুরু থেকেই টিপটিপ বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির ধারাও যেন বেড়েই চলছে, থামাথামির নামই নেই।

আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সেইসঙ্গে দেশের কোথায়ও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

সারা দেশের আবহাওয়ার অবস্থা

সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা তেঁতুলিয়াতে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গাতে ২১.২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকাঃ সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

চট্টগ্রামঃ সর্বোচ্চ তাপমাত্রা ৩১.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০  ডিগ্রি সেলসিয়াস।

সিলেটঃ সর্বোচ্চ তাপমাত্রা ২৯.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহীঃ সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস।

রংপুরঃ সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

খুলনাঃ সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.০ ডিগ্রি সেলসিয়াস।

বরিশালঃ সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস।

ময়মনসিংহঃ সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।

আজ সোমবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় সকাল ৫টা ২৫ মিনিটে।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭