ওয়ার্ল্ড ইনসাইড

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে আহ্বান জাতিসংঘের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/07/2018


Thumbnail

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণে মিয়ানমার সরকারকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গত সোমবার বিকেলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ আহ্বান জানানো হয়।

বৈঠকে মিয়ানমারে নিয়োজিত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিনা শ্র্যানার বার্গেনার সম্প্রতি বাংলাদেশ ও মিয়ানমার সফরে তাঁর অভিজ্ঞতার কথা নিরাপত্তা পরিষদের সামনে তুলে ধরেন। রোহিঙ্গাদের সংকট ও ভয়াবহ পরিস্থিতির কথা বর্ণনা করেন তিনি।

এর ভিত্তিতে নিরাপত্তা পরিষদ থেকে মিয়ানমার সরকারকে জাতিসংঘ শরণার্থী সংস্থার সঙ্গে মিয়ানমারের সম্পাদিত চুক্তি বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। রোহিঙ্গাদের বসবাসের উপযোগী পরিবেশ গঠন ও তাদের স্বাভাবিক জীবনমান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয় এই সমাবেশে।

মিয়ানমার সরকারকে শুধু রোহিঙ্গা পুনর্বাসনই নয়, অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গেও শান্তি চুক্তির আহ্বান জানানো হয় এই বিশেষ বৈঠকে।  

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭