ওয়ার্ল্ড ইনসাইড

উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/07/2018


Thumbnail

উত্তর কোরিয়ার একটি স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। গত সোমবার এই স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসের মাধ্যমে উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করেছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

উত্তর কোরিয়ার উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত এই কেন্দ্রটি রকেট পরীক্ষার কাজে ব্যবহার করা হতো। আন্তর্জাতিক মাধ্যমে সোহায়ে স্যাটেলাইট কেন্দ্রটির মূল কাঠামো ভেঙ্গে দেয়ার কিছু ছবি পাঠানো হলে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ খবরে যুক্তরাষ্ট্রের কূটনীতিক মহল সন্তোষ প্রকাশ করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই খবরটিকে অসত্য বলে টুইট করেছেন।

এর আগে সিঙ্গাপুরে গত মাসে ঐতিহাসিক ট্রাম্প-কিম বৈঠকে উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছিল। সে প্রতিশ্রুতি অনুযায়ী এ উদ্যোগের ফলে দুই দেশের সম্পর্কের ‍উন্নয়ন ঘটবে বলে ধারণা করা হয়।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭