ইনসাইড বাংলাদেশ

সিপিবি’র সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/07/2018


Thumbnail

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঙ্গে বৈঠক হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার পর সিপিবি’র পল্টনের তোপখানা রোডের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠক প্রসঙ্গে বলেছেন, কমিউনিস্ট পার্টি আমাদের দীর্ঘদিনের মিত্র। তারা আমাদের পরীক্ষিত বন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার আগে ও পরে সিপিবির সঙ্গে হৃদয়ের সম্পর্ক তৈরি করেছিলেন। সেই সম্পর্ক আজও অটুট আছে।

জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, কোটা আন্দোলন, আগামী নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক জোট নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও নির্বাচনী মহাজোট বৃদ্ধির চেষ্টা করছে আওয়ামী লীগ। বিএনপি না এলেও যত সম্ভব বেশি রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করানোর লক্ষে কাজের তৎপরতা দেখা যাচ্ছে সরকারি দলের। সম্প্রতি আটটি বাম দল নিয়ে একটি জোট করেছে সিপিবি। এরই অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে বিভিন্ন সুত্র থেকে জানা যায়।  

বাংলাইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭