ইনসাইড বাংলাদেশ

‘অনলাইন গণমাধ্যমের জন্যও ওয়েজ বোর্ডের প্রস্তাবনা দেয়া হয়েছে’  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/07/2018


Thumbnail

ওয়েজ বোর্ডের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, ‘গণমাধ্যমের উন্নয়ন হলে দেশের সমৃদ্ধি অর্জন হবে। পত্রিকার জন্য নবম ওয়েজ বোর্ড গঠনের কাজ চলছে। টেলিভিশন চ্যানেল এবং অনলাইন গণমাধ্যমের জন্যও ওয়েজ বোর্ড বাস্তবায়নের প্রস্তাবনা দেয়া হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী আইন পাস হলে গণমাধ্যমকর্মীদের ভাগ্যের উন্নয়ন হবে।’

মঙ্গলবার দুপুর ২টায় ঝালকাঠি প্রেস ক্লাবের হলরুমে ঝালকাঠি প্রেস ক্লাবের সদস্য ও স্থানীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ওয়েজ বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করতে গিয়ে পক্ষে-বিপক্ষে অনেক কথাই শুনতে পাই। আমি সবার কথা শুনে রাখছি এবং তদন্ত করে যাচ্ছি। সাংবাদিকদের গ্রহণযোগ্যতা আরও বাড়াতে হবে। সংবাদপত্র নিয়ে টিকে থাকতে হলে সততা ও বিশ্বাস অর্জন করতে হবে।

ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মিজানুল আলম ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

বাংলাইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭