ইনসাইড বাংলাদেশ

কক্সবাজারে পাহাড়ধসে পাঁচ শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/07/2018


Thumbnail

কক্সবাজারে পাহাড়ধসে একই পরিবারের চার শিশুসহ পাঁচ শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। একই পরিবারের নিহত চারজন সম্পর্কে ভাই-বোন।

একই পরিবারের নিহত চার শিশু হলো, ওই এলাকার জামাল হোসেনের মেয়ে মর্জিয়া আকতার (১৪), কাফিয়া আকতার (১০), আবদুল খাইর (৮) ও খাইরুন্নেছা (৬)। কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এবিসি ঘোনায় এই চার শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহতদের মামা খোরশেদুল আলম গণমাধ্যমকে জানান, কয়েকদিনের টানা বৃষ্টির পর গতকাল ভোরে বাড়ির পার্শ্ববর্তী পাহাড় বাড়ির উপর ধসে পড়ে। এতে ঘুমন্ত চার শিশু মাটির নিচে চাপা পড়ে যায়। তাদের মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই চার শিশুকে হাসপাতালে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কক্সবাজারের রামু উপেজলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে পাহাড়ধসে নিহত হয়েছে মোর্শেদ আলম (৬) নামে আরও এক শিশু। মোর্শেদ আলম একই এলাকার জাকির হোসেনের ছেলে। 

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে,  গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২২৮ মি.মি বৃষ্টিপাত হয়েছে। এভাবে বৃষ্টিপাত হলে আরও পাহাড়ধসের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।


বাংলা ইনসাইডার/এসএইচটি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭