ইনসাইড বাংলাদেশ

হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে উপ-নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/07/2018


Thumbnail

উৎসবমুখর পরিবেশে চলছে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। আজ বুধবার সকাল থেকে উপজেলার ৪৪টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। ভোট দিতে বিপুল পরিমাণ ভোটার কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, উপ-নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন, আওয়ামী লীগের মিসবাহ উদ্দিন ভূঁইয়া, বিএনপির অ্যাডভোকেট সাইদুল আমিন চৌধুরী শিরুল এবং সাবেক চেয়ারম্যান আতর আলীর ছেলে স্বতন্ত্র প্রার্থী আলা উদ্দিন। তবে এলাকায় বিএনপি প্রার্থীর তেমন জনপ্রিয়তা নেই বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত আজমিরীগঞ্জে উপজেলার মোট ভোটার সংখ্যা ৭৭ হাজার ৯৭০ জন। উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৪৪টি যার মধ্যে ৩৬টি ঝুঁকিপূর্ণ।

গত ৩০ এপ্রিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতর আলী মিয়া মারা যান। নিয়মানুযায়ী গত ১৯ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশনে চিঠি পাঠায়। এরপর নির্বাচন কমিশন ২৫ জুলাই এই উপজেলায় উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করে।


বাংলা ইনসাইডার/এসএইচটি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭