ইনসাইড সাইন্স

ফাইভ জি সামিটের উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/07/2018


Thumbnail

ফাইভ জি সামিটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীতে তিনি এই সামিটের উদ্বোধন করেন।

সরকারের সহযোগিতায় মোবাইল অপারেটর রবিকে সঙ্গে নিয়ে এই ফাইভ জি সামিটের আয়োজন করেছে চীনের টেলিকমিউনিকেশন এবং প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। ফাইভ জি বিষয়ে পরীক্ষা চালাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন-বিটিআরসি হুয়াওয়েকে এক সপ্তাহের জন্য স্পেকট্রাম বরাদ্দ দিয়েছে।

জয় ছাড়াও সামিটে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া অনুষ্ঠানটির সভাপতিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনসেবা ফাইভ জি অবশ্য এখনো পরীক্ষা-নীরিক্ষার পর্যায়েই রয়েছে। এটি পুরোদমে চালু হতে হতে আরও অন্তত সোয়া তিন বছর সময় লাগবে বলে জানিয়েছেন আইটি বিশেষজ্ঞরা।


বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭