ইনসাইড বাংলাদেশ

‘প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় করা হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/07/2018


Thumbnail

দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক আয়োজিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭’ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা খাতে খরচ করা ব্যয় নয়, বিনিয়োগ। বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদেরকে শুধু মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে।

স্বর্ণপদক প্রাপ্ত ১৬৩ জনের মধ্যে ১০১ জনই মেয়ে। এই দিকে দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী ছেলেদের পড়াশোনায় আরও মনোযোগী হতে বলেন।

দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১৬৩ জন শিক্ষার্থী এবার ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭’ পেয়েছেন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের ভালো ফল অর্জনে উৎসাহ প্রদানের জন্য ২০০৫ সালে এই পদকের প্রবর্তন করা হয়।


বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭