ইনসাইড বাংলাদেশ

জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় খালেদার জামিন ৩১ জুলাই পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/07/2018


Thumbnail

জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে করা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানি আগামী ২৯ জুলাই পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে এ মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার জামিন আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

নবম দিনের শুনানি শেষে আজ বুধবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ প্রদান করেন। এ নিয়ে তৃতীয়বারের মতো খালেদার জামিনের মেয়াদ বাড়ানো হলো। 

অপরদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী নিহতের ঘটনায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন কুমিল্লার আদালত।

আজ বুধবার বিকেলে কুমিল্লার জেলা ও দায়রা জজ কে এম শামছুল আলম এ আদেশ প্রদান করেন।

এছাড়াও নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার চার্জ শুনানি পিছিয়ে আগামী ৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। পুরান ঢাকার বকশিবাজারের আদালতে আজ ঢাকার ৯ নম্বর বিশেষ জজ মাহামুদুল কবীর এ দিন ধার্য করেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর থেকেই খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।

বাংলাইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭