ইনসাইড বাংলাদেশ

‘তিন সিটি নির্বাচনে প্রশাসন শতভাগ নিরপেক্ষ থাকবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/07/2018


Thumbnail

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, তিন সিটি করপোরেশন নির্বাচনে পুলিশ প্রশাসন হান্ড্রেড পারসেন্ট নিরপেক্ষ থাকবে।

বুধবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি একথা বলেন।   

এইচ টি ইমাম বলেন, ‘আমাদের নির্বাচন কমিশন সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন করছেন। আমরা নির্বাচন কমিশনে এসেছিলাম সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে আমরা কীভাবে সহযোগিতা করতে পারি সেই বিষয়ে আলোচনা করতে।’  

নাম উচ্চারণ না করেই বিএনপিকে উদ্দেশ্য করে এসময় তিনি বলেন, ‘একটি দল কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন বক্তব্য প্রদান করেন। নির্বাচনকে ছোট করলে আমরা ছোট হই, জাতি ছোট হয়।’

ইসির সাথে বৈঠকে আওয়ামী লীগের পক্ষে এইচ টি ইমামের সঙ্গে উপস্থিত ছিলেন ড. হাসান মাহমুদ, রশিদুল আলম, ড. আবদুস সোবহান গোলাপ ও এড এবিএম রিয়াজুল কবীর কাওছার। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

বাংলাইনসাইডার/আরকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭