ইনসাইড বাংলাদেশ

কয়লা গায়েবের প্রথম তদন্ত প্রতিবেদন জমা এবং অন্যান্য খবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/07/2018


Thumbnail

দিনাজপুরে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ২৩০ কোটি টাকা মূল্যের এক লাখ ৪৪ হাজার ৬৪৪ টন কয়লা গায়েবের ঘটনায় পেট্রোবাংলার অনুসন্ধান কমিটি তাদের প্রতিদেন জমা দিয়েছে। আজ বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এই প্রতিবেদন জমা দেওয়া হয়।

অন্যান্য খবর:

‘প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় করা হবে’

দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক আয়োজিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭’ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।

ফতুল্লায় কাভার্ডভ্যান চাপায় ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ড ভ্যান চাপায় আবুল কালাম আজাদ নামের ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত হয়েছেন। আজ বুধবার বেলা এগারোটায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ কাভার্ডভ্যানসহ চালককে আটক করেছে।

কক্সবাজারে পাহাড়ধসে পাঁচ শিশু নিহত

কক্সবাজারে পাহাড়ধসে একই পরিবারের চার শিশুসহ পাঁচ শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। একই পরিবারের নিহত চারজন সম্পর্কে ভাই-বোন।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

গার্মেন্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ঐক্য পরিষদ। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিকদের জাতীয় প্লাটফর্ম বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।

কুড়িগ্রাম-৩ আসনে চলছে ভোটগ্রহণ

কুড়িগ্রাম-৩ শূন্য আসনে শান্তিপূর্ণ উপায়ে চলছে ভোটগ্রহণ। আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে।

বাংলা ইনসাইডার/বিপি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭