ইনসাইড গ্রাউন্ড

উইনিং কম্বিনেশন বজায় রেখেই মাঠে নেমেছে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/07/2018


Thumbnail

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম আমাদের দেশীয় স্টেডিয়াম গুলোর মতোই। মাঠের মাটি, সবুজ ঘাস সবই আমাদের দেশের কন্ডিশনের মতো। পিচে স্পিনাররা টার্ন আর পেসাররা পাবে বাউন্স। সেজন্য সেন্ট কিটসের থেকে গায়ানাতেই বেশি জয়ের আশঙ্কা করছেন টাইগাররা। কেননা এই মাঠের শেষ দুই ম্যাচের দুটোতেই জয় পেয়েছে তারা। পরের ম্যাচে কি হবে তা না ভেবে আজকের ম্যাচে জয় দিয়েই সিরিজ নিশ্চিত করতে চাইবে টাইগার্স ক্যাপ্টেন ম্যাশ।

দুই দলের সর্বশেষ অবস্থা
উইন্ডিজ দলে রাসেলের জায়গায় কীমো পাল একাদশে সুযোগ পেয়েছে। আন্দ্রে রাসেল ইনজুরির কারণে আজ খেলতে পারছে না।

আর অন্য দিকে টাইগাররা পূর্বের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে। গত ম্যাচে এনামুল ফ্লপ গেলেও আজ স্কোয়াডে আছেন। মিরাজ, মোসাদ্দেকরা ভাল করায় হয়তো সুযোগ পাননি অপুও! পেস এটাকে ম্যাশ, রুবেল, মুস্তাফিজই।

পিচ রিপোর্ট
গত ম্যাচে যেটা লক্ষ্য করা গেছে পিচ আজকের ম্যাচেও সেরকম থাকবে। পেসাররা বাউন্স পাবে আর স্পিনাররা টার্ন। আবহাওয়া পূর্বাভাসে অনেক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাই ম্যাচ একটু দেরিতেও শুরু হতে পারে!

একাদশ

বাংলাদেশ
তামিম, এনামুল, সাকিব, মুশফিক (কিপার), রিয়াদ, সাব্বির, মোসাদ্দেক, মিরাজ, মাশরাফি , রুবেল, মুস্তাফিজ।

ওয়েস্ট ইন্ডিজ
গেইল, লুইজ, শেই হোপ (কিপার), জেসন মোহাম্মদ, হেটমায়ার, হোল্ডার, রোভম্যান পাওয়েল, রাসেল, বিশু, নার্স, জোসেপ।

বাংলা ইনসাইডার/ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭