ওয়ার্ল্ড ইনসাইড

পাকিস্তানের নির্বাচন: কার অবস্থান কোথায়?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/07/2018


Thumbnail

পাকিস্তানের একাদশ সাধারণ নির্বাচনে জয় দেখতে পাচ্ছে সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।  যান্ত্রিক জটিলতার কারণে ফল প্রকাশ বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন।

প্রাথমিকভাবে ৪৭ শতাংশ ভোট গণনা শেষে  ইমরানের দল ১১৪টি আসনে এগিয়ে আছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। বড় দু’টি দল পাকিস্তান মুসলিম লীগ- নওয়াজ (পিএমএল-এন) এখন পর্যন্ত ৬৪ টি আসনে এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)  ৪৩টি আসনে এগিয়ে আছে। এছাড়া মুত্তাহিদা মজলিস আমল (এমএমএ) এগিয়ে রয়েছে ৯টি আসনে।

ইতিমধ্যেই জয়োল্লাসে মেতেছে ইমরান খানের সমর্থকরা। তবে বড় ধরনের কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন। পাকিস্তান নির্বাচন কমিশনের পক্ষ থেকে কারচুপির অভিযোগ অস্বীকার করা হয়েছে।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ  

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭