ওয়ার্ল্ড ইনসাইড

নির্বাচন থেকে পাকিস্তানি সেনাবাহিনীর আয় ৯০০ কোটি রুপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/07/2018


Thumbnail

পাকিস্তানের একাদশ সাধারণ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে ৩ লাখ ৭০ হাজার সেনাসদস্য। আর এজন্য পাক সেনাবাহিনীকে ৯০০ কোটি পাকিস্তানি রুপি দিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশি টাকায় এর পরিমান প্রায় ৫৮৭ কোটি টাকা। পাকিস্তান নির্বাচন কমিশনের সচিব বাবর ইয়াকুব ফতেহ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত দুবারের নির্বাচনের চেয়ে এবারে নির্বাচনে নিরাপত্তা ব্যয় সবচেয়ে বেশি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ। ২০১৩ সালে যখন সন্ত্রাসবাদ চরমে, তখন সাধারন নির্বাচনে মাত্র ৭০ হাজার সেনা মোতায়েন করা হয়েছিল। আর এবারের ভোটে মোতায়েন করা হয়েছে ৩ লাখ ৭০ হাজার সেনা।

পাকিস্তানের ২০০৮ সালের সাধারণ নির্বাচনে নিরাপত্তা খাতে ব্যয় হয়েছিল ১৮৪ কোটি রুপি। ২০১৩ সালের নির্বাচনে তা বেড়ে ৪৭৩ কোটি রুপিতে পৌঁছায়।

নিরাপত্তা বাবদ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেও সন্ত্রাসীদের হামলা ঠেকাতে পারেনি দেশটির সেনাবাহিনী। গতকাল  নির্বাচন চলাকালীন সময়ে কোয়েটার একটি ভোট কেন্দ্রের বাইরে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩১ জন নিহত হয় এবং আহত হয় আরো ২৪ জন।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ  

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭