কালার ইনসাইড

তাঁদের ঝুলিতে ‘ফ্লপ’ নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/07/2018


Thumbnail

বলিউড ছবির উত্তরোত্তর পরিবর্তন ঘটছে। এক সময় তারকা অভিনেতাদের ওপর ছবি হিট/ফ্লপ নির্ভর করত। বিগত দুই দশকে এই ধারণা অনেকটাই পরিবর্তিত হয়েছে। অভিনেতাদের পাশাপাশি পরিচালকরাও ব্যবসাসফল ছবিতে অবদান রাখছে। যার অন্যতম উদাহরণ সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ‘ধড়ক’। জাহ্নবী কাপুর ও ঈশান খট্ররের মতো আনকোরা অভিনেতাদের এই ছবিটি সফলতার দিকেই ছুটছে। মুক্তির এক সপ্তাহের মধ্যেই ছবিটি ৪৮ কোটি রুপিরও বেশী আয় করেছে ছবিটি। যা কিনা বাণিজ্য বিশ্লেষকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। ছবির সফলতার পেছনে অনেক চলচ্চিত্র সমালোচক পরিচালক শশাঙ্ক খাইতানের পরিচালনা দক্ষতার প্রশংসা করেছেন। ধড়কসহ এই পর্যন্ত শশাঙ্ক খাইতান বলিউডে হ্যাট্রিক হিট ছবি উপহার দিয়েছেন। শশাঙ্কের মতো আরও কয়েকজন পরিচালক এখনো ফ্লপের মুখ দেখেননি। চলুন দেখে নেই বলিউডের ৫ হিটম্যানকে-

রাজকুমার হিরানি

দর্শকমহলে তাঁর বিশ্বাসযোগ্যতা আমির খানের চাইতে কম নয়। আমির খানকে যেমন দর্শক হিট বলে ধরে নেয়, তাঁর ক্ষেত্রেও তেমন। বহুল আলোচিত ‘সঞ্জু’সহ এ পর্যন্ত ৫ টি ছবি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি, যার সবগুলোই ব্যবসাসফল। তবে ব্যবসায়ের দিক থেকে ‘সঞ্জু’ তাঁর অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তাঁর ছবির বক্স অফিস বিশ্লেষণে দেখা যায়-

মুন্না ভাই এম বি বি এস- হিট

লাগে রাহো মুন্না ভাই- ব্লকবাস্টার হিট

থ্রী ইডিয়টস- অল টাইম ব্লকবাস্টার

পিকে- অল টাইম ব্লকবাস্টার

সঞ্জু- ( এখনো চলছে, ইতিমধ্যে অল টাইম ব্লকবস্টারের তকমা পেয়ে গেছে)

করণ জোহর

পরিচালনায় করণ জোহর ইতিমধ্যে বলিউডের ব্র্যান্ডে পরিণত হয়েছেন। তাঁর ছবির বক্স অফিস সফলতা পেতে কোন তারকা অভিনেতার প্রয়োজন হয় না। এর বড় উদাহরণ ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিটি। করণ জোহরের বক্স অফিস বিশ্লেষণ-

কুচ কুচ হোতা হ্যায়- অল টাইম ব্লকবাস্টার

কাভি খুশি কাভি গাম- ব্লকবাস্টার

কাভি আল বিদা না কেহনা- সেমি হিট

মাই নেম ইজ খান- হিট

স্টুডেন্ট অব দ্য ইয়ার- সেমি হিট

অ্যায় দিল হ্যায় মুশকিল- হিট

আলী আব্বাস জাফর

প্রথম ছবি মেরে ‘ব্রাদার কি দুলহান’ থেকে একের পর এক বাজিমাত করে চলেছেন পরিচালক আলী আব্বাস জাফর। এ পর্যন্ত ৪টি ছবি পরিচালনা করেছেন। এর মধ্যে দু’টি ব্লকবাস্টারসহ রয়েছে শতভাগ সফলতা-

মেরে ব্রাদার কি দুলহান- হিট

গুন্ডে- সেমি হিট

সুলতান- ব্লকবাস্টার

টাইগার জিন্দা হ্যায়- ব্লকবাস্টার

শশাঙ্ক খাইতান

পরপর দু’টি হিট ছবি উপহার দেওয়ার পর ক্যারিয়ারে এক প্রকার ঝুঁকিই নিয়েছেন শশাঙ্ক খাইতান। মারাঠি ছবি ‘সাইরাত’ এর রিমেক ‘ধড়ক’ ছিল তাঁর কাছে বিশাল চ্যালেঞ্জ। কিন্তু ছবির উত্তরোত্তর সফলতায় অনেকটাই হাঁফ ছেড়ে বেঁচেছেন শশাঙ্ক। ক্যারিয়ারে পরপর তিনটি হিট ছবি উপহার দিয়ে হ্যাট্রিক করেছেন এই পরিচালক। বক্স অফিসে তাঁর অবস্থান-

হাম্পটি শর্মা কি দুলহানিয়া- হিট

বদ্রিনাথ কি দুলহানিয়া- হিট

ধড়ক ( হিট, এখনো চলছে)

অয়ন মুখার্জী

ক্যারিয়ারে এ পর্যন্ত মাত্র দু’টি ছবি পরিচালনা করেছেন। দু’টি ছবিই ব্যবসাসফলতার পাশাপাশি পেয়েছে সমালোচকদের প্রশংসা। এর মধ্যে ‘ওয়েক আপ সিড’ বক্স অফিসে হিট তকমা পেয়েছে এবং ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ পেয়েছে ব্লকবাস্টার তকমা। বর্তমানে তিনি ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

সূত্রঃ টাইমস নাউ      

বাংলা ইনসাইডার/ এইচপি

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭