ইনসাইড পলিটিক্স

‘শফিক রেহমান ও মাহমুদুর রহমান জয় হত্যা চেষ্টায় জড়িত’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/07/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যায় যায় দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জয় হত্যা চেষ্টায় সাথে জড়িত। আমেরিকার আদালত ও গোয়েন্দা সংস্থার তদন্তেই তা বেড়িয়ে এসেছে।’     

আজ গণভবনে সেচ্ছাসেবক লীগের নেতারা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন। 

উল্লেখ্য প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত ছিলেন, শফিক রেহমান, মাহমুদুর রহমান, জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।

সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শহরে বসবাস করেন। জয়কে অপহরণ করে হত্যার জন্য দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে জয়ের সংরক্ষিত গোপন তথ্য পেতে এফবিআইএর এক কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অপরাধে ২০১৫ সালের ৪ মার্চ মামুনের ছেলে রিজভী আহমেদ সিজারকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয় নিউ ইয়র্কের একটি আদালত।   

বাংলা ইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭