ওয়ার্ল্ড ইনসাইড

সাগরের নিচে নতুন মহাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/02/2017


Thumbnail

ভারত মহাসাগরের মরিশাস দ্বীপের নিচে প্রায় ৩ বিলিয়ন বছর আগের হারিয়ে যাওয়া এক মহাদেশ রয়েছে।

মরিশাসের আশেপাশে যে সকল পুরনো পাথর রয়েছে, তা বয়স কোনভাবেই ৯ মিলিয়ন বছরের বেশি নয়। তবে “জিরকন” নামের প্রায় বিলিয়ন বছর আগের পাথর খন্ড আবিষ্কারের পর বিজ্ঞানীরা এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন।

“আমরা যে পাথরটি পেয়েছি তা এটাই প্রমাণ করে যে মরিশাসের নিচে একটি মহাদেশ থেকেই এই পাথর খন্ডটি পাওয়া যেতে পারে এবং অন্য কোন অঞ্চলের ভূ-তাত্ত্বিক অবস্থানগত দিক থেকে এই পাথর পাবার কোন সম্ভাবনা নেই বলেই আমরা কার্বনটেস্টে জানতে পেরেছি। এখন আমরা পাথরটি আরো পরীক্ষার মাধ্যমে ওই মহাদেশের আকার আয়তন কতটুকু হবে তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।” বলেন ইউনিভার্সিটি অব উইটওয়াটারস্র্যান্ড এর ভূ-তাত্ত্বিক লুইস আশওয়াল।

আগে ধারণা করা হত মরিশাস দ্বীপটি গঠিত হয়েছে সাগরের অভ্যন্তরে অবস্থিত আগ্নেয়গিরির লাভার উদগীরণের কারণে কিন্তু এখন বিজ্ঞানীদের এই আবিষ্কারের ফলে বিষয়টির একটি নতুন দিক উন্মোচিত হবে হলে আশা করা যাচ্ছে।


বাংলা ইনসাইডার/এসএফ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭