ওয়ার্ল্ড ইনসাইড

দু’ঘন্টায় ১৭০০ কোটি ডলার ক্ষতির মুখে জাকারবার্গ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/07/2018


Thumbnail

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়ে আলোচনা-সমালোচনার কোন কমতি নেই। চলতি বছরে তথ্য চুরির অভিযোগে ফেসবুকের নিরাপত্তা নিয়ে একের পর এক নানা প্রশ্ন উঠেছে। আঙ্গুল উঠছে প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের দিকে। আবার এরই মধ্যে নতুন বিপত্তির মুখে পড়লেন জাকারবার্গ।

নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে হঠাৎ করেই ফেসবুকের শেয়ারের দর পতন ঘটে। মাত্র দু’ঘন্টার ব্যবধানে শেয়ার মার্কেটে একেবারে ২৪ শতাংশ শেয়ার পড়ে যায় ফেসবুকের। আর এতেই বিশাল অংকের ধাক্কা খান জাকারবার্গ। খোয়ান অর্জিত সম্পত্তির প্রায় এক পঞ্চমাংশ, প্রায় ১৭০০ কোটি মার্কিন ডলার।

বেশ কিছুদিন আগেই জাকারবার্গ নতুন উদ্যোগ নেন, ব্যবসায়িক দিকে প্রাধান্য কম দেবে ফেসবুক। এমনকি খবর ও অন্যান্য কন্টেন্টকেও কম গুরুত্ব দেয়া হবে বলে জানান জাকারবার্গ। এর পর থেকেই আয় কমে, ক্ষতির পরিমাণ বাড়তে থাকে ফেসবুকের।

এর আগেও ক্ষতির সম্মুখীন হয়েছে সংস্থাটি। এদিকে সংস্থাটির বিশেষ এক কর্মকর্তা ডেভিড ব্যানার জানান, ’চলতি মাসে ও লাভের সম্ভাবনা কম রয়েছে ফেসবুকের’।


বাংলা ইনসাইডার/জেডআই 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭