কালার ইনসাইড

ভেঙ্গে ফেলা হবে বিএফডিসির গেট?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/07/2018


Thumbnail

বদলে যাচ্ছে এফডিসির গেট। চিরচেনা গেটটি থাকছে না। ভেঙ্গে ফেলা হবে এটি। শুধু গেট নয়, ভাঙ্গা পড়বে দক্ষিন পাশের পুরো সীমানাপ্রাচীর। সরকারের উন্নয়ন প্রকল্প, ঢাকা- আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশায় পড়েছে এফডিসির এ অংশটুকু। এতে এফডিসির জমি কমেছে ১৪ দশমিক ৫০ শতাংশ। পুনর্বাসন বাবদ বিএফডিসিকে ১১ কোটি ১০ লাখ টাকা দিচ্ছে সরকার। প্রাচীর ভাঙ্গার কাজ শুরু হয়ে গেছে।

পাশ ঘেঁষেই হালের উন্নয়ন যানবাহী উড়ালসেতু। পেছনে শুয়ে থাকা রেললাইন, প্যান প্যাসিফিক সোনারগাঁও, ফাঁকে ফাঁকে বাস-রিক্সা স্টপেজ।

এফডিসির আশপাশটা প্রতিনিয়ত বদলাচ্ছে। বয়স বাড়ছে এফডিসির গেটের। এখন আর সেই আগের মতো ভীড় নেই। তারকাদের আনাগোনা নেই। অথচ এই এফডিসির গেট দেখেছে কত ভীড় আর শুনেছে মুগ্ধতার গল্প। একটা সময়ে রোজ জমতো ভিড়। অসংখ্য জোড়া চোখ উঁকি দিতো দামি গাড়ির জানলায়। এই বুঝি পর্দার কেউ বাস্তবে দেখা দিলো মুহূর্তকয়েক!

সেই মানুষের ভীড় নেই। গেটে দাড়িয়ে দেখার মতো কিছুই নেই। একপাশে অস্থায়ী টং দোকান, পুরনো ক্রেন, কয়েকটা ছায়াদায়ী গাছ, অচল গাড়ি- এসবই এখন এফডিসির গেটের পরিবেশ।  

রুপালি পর্দার রঙিন তারকাদের চাক্ষুষ দেখার মতো রোমাঞ্চকর ব্যাপার খুব কমই আছে। এমন অনেকেই আছে, যারা ঢাকা আসে শুধু এফডিসির গেটে দাড়ানোর জন্য। একটু সুযোগ খোঁজা কীভাবে ভিতরে যাওয়া যায়। মফস্বল এফডিসির গেটের গল্প হয়ে উঠতো তাদের গল্পের উৎস। এলাকায় ফিরে বন্ধুআড্ডা জমিয়ে ফেলার মাধ্যম। ভাগ্যবদলের লোভও। ভিড়ের একজন হয়ে যদি পর্দা উপস্থিতি ঘটে যায় হঠাৎ! সার বেঁধে তাই ভিড় দাঁড়িয়ে থাকতো গেটের দু’ পাশে।

সেসব গল্প ইতিহাস হয়ে যায়নি। এখনও কেউ কেউ কড়া রোদেও দাঁড়িয়ে থাকে, তাকিয়ে থাকে। টিভিতে, পত্রিকার ছবিতে, অ্যামেচার সেলফিতে এ গেটের এখনও আছে সরব উপস্থিতি।

নগর উন্নয়নের ঝলকানি এখন এফডিসি গেটের কোল ঘেঁষে। উন্নয়নের অন্যতম অনুষঙ্গ যেহেতু বদল, তাই বদল ঘটছে এফডিসির সীমানায়। অনেক বছর ধরে দাঁড়িয়ে থাকা এবং নানান সময়ে রূপ বদলে নেয়া গেটটির প্রস্থানের সময় এবার ঘনিয়ে।



বাংলা ইনসাইডার/এমআরএইচ 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭