ইনসাইড বাংলাদেশ

‘বিএনপির হাত ধরেই কয়লা চুরি শুরু’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/07/2018


Thumbnail

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বড়পুকুরিয়ায় কয়লা চুরি শুরু করেছিল বিএনপি, আর বর্তমান সরকার সেই চুরি চিহ্নিত করেছে এবং বর্তমান সরকার চোর ধরেছে।’   

আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার বক্তব্যে তিনি একথা বলেন।

ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘কয়লা খনি নিয়ে আজকে বিএনপি অনেক কথা বলছে। ২০০৫ সাল থেকে এই কয়লা চুরি শুরু হয়। বড়পুকুরিয়ার কয়লা চুরি শুরু করে বিএনপি। ২০০৭-০৮ সালেও তাদের (বিএনপি) পছন্দের সরকার ছিল। আজ সরকার চোর ধরেছে। তদন্ত হচ্ছে ২০০৫ সালে চুরির সঙ্গে কারা জড়িত ছিল তাও বেরিয়ে আসবে।’

বিএনপির রিজভীকে উদ্দেশ্য করে এসময় হাছান মাহমুদ বলেন, ‘যাদের আমলে দুর্নীতিতে পাঁচবার চাম্পিয়ান হয় দেশ, যেই দলের নেতা এতিমের টাকা মেরে জেল খাটছেন, বিদেশের আদালত যে দলকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেছে, তাদের আবার বড় গলা।’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তাঁর বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানান। এছাড়াও জাতীয় সংসদে হুইপ ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে শোক প্রকাশ করেন।    


বাংলা ইনসাইডার/আরকে 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭