ইনসাইড বাংলাদেশ

বহিরাগতদের সিলেট ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/07/2018


Thumbnail

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে সুষ্ঠু করতে বহিরাগতদের আজ রাতেই সিলেট নগরী ত্যাগ করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল বৃহস্পতিবার মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. আব্দুল ওয়াহাব প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন কমিশনের বরাত দিয়ে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, কর্মজীবী ও সিটি এলাকার নিয়মিত বসবাসকারী ব্যতীত বহিরাগত সকলেই শুক্রবার (২৭ জুলাই) রাত ১২টার মধ্যে নগরী ছাড়তে হবে। এ সময়ের পর সিটি কর্পোরেশন এলাকায় বহিরাগত কাউকে পাওয়া গেলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ফলে যারা সিটি এলাকার ভোটার নন বা যারা পর্যটক আছেন তাদেরকে ঘোষিত নির্দেশনা অনুযায়ী উল্লেখিত সময়ের মধ্যেই নগরী ত্যাগ করতে হবে।

এরপরও যদি বহিরাগতরা উল্লেখিত সময়ের পরে নগরী ত্যাগ না করে তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মাঠে রয়েছেন ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা হচ্ছেন- সিলেটের সহকারী কমিশনার এরশাদ মিয়া, সহকারী কমিশনার মুহাম্মদ আশরাফুল আলম, সহকারী কমিশনার উম্মে মালিক রুমাইয়া, সহকারী কমিশনার কৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার সুনন্দা রায়, সহকারী কমিশনার মুহাম্মদ হেলাল চৌধুরী, সহকারী কমিশনার আশরাফুল হক, সহকারী কমিশনার ইরতিজা হাসান ও সহকারী কমিশনার শাহিনা আক্তার।

এদিকে নির্বাচন কমিশনের এমন নির্দেশনার কারণে বহিরাগতদের বা পর্যটকদের জন্য সকল রকম আবাসিক হোটেলে বুকিং বা ভাড়া দেওয়া বন্ধ রয়েছে।


বাংলা ইনসাইডার/বিকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭