কালার ইনসাইড

আবারো হলিউড ‘ওয়াক অব ফেম’এ ট্রাম্পকে অপমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/07/2018


Thumbnail

হলিউড ‘ওয়াক অব ফেম’ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তারকা প্রতীক গুড়িয়ে দিয়েছে এক ব্যক্তি। বুধবার ২৬ জুলাই এই ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে।

প্যাট্রোসিয়া কক্স নামে এক প্রত্যক্ষদর্শী সিএনএন কে জানান, এক ব্যক্তিকে তিনি রাস্তায় ঘোরাফেরা করতে দেখেন। এক পর্যায়ে ওই ব্যক্তি কুড়াল দিয়ে রাস্তা খনন করতে থাকেন। তিনি ভেবেছিলেন কোনও শ্রমিক হয়তো রাস্তাটি সংস্কার করছে।’

‘ওয়াক অব ফেম’ থেকে ট্রাম্পের তারকা প্রতীক গুড়িয়ে দেওয়ার ঘটনায় অস্টিন ক্লে নামক ৩০ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ক্লে এই ঘটনার উদ্দেশ্য সম্পর্কে পুলিশের কাছে এখনো মুখ খুলেনি। তাঁকে ২০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

হলিউড চেম্বার অব কমার্সের প্রধান নির্বাহী লেরন গাবলার এক বিবৃতিতে জানান, ‘ওয়াক অব ফেম’ ইতিবাচক ভুমিকা রাখা মানুষদের একটি প্রতিষ্ঠানের মতো। যদি এসব সম্মানিত ব্যক্তিদের ওপর কারো আক্ষেপ থাকে, তাহলে আশা করবো তারা যেন এভাবে কোনও স্মারক ধংস না করে অন্য ইতিবাচক উপায়ে ক্ষোভ প্রকাশ করে।’

তিনি আরও বলেন, ‘আমাদের গণতন্ত্র কঠোর আইনের উপর দাঁড়িয়ে। এখানে মানুষ ভোট দিয়ে পার্থক্য গড়তে পারে, জনগনের সম্পদ ধংস করে নয়।’

এর আগেও ২০১৬ সালে একবার হলিউড ‘ওয়াক অব ফেম’ থেকে ট্রাম্পের তারকা প্রতীক গুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ওই সময় ট্রাম্প টেলিভিশন তারকা থেকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।

হলিউড ‘ওয়াক অব ফেম’ লস আঞ্জেলেসে অবস্থিত একটি সড়ক। ওই সড়কে প্রায় আড়াই হাজার বিখ্যাত ব্যক্তির নামে তারকা খচিত রয়েছে। এটি পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান।


সূত্রঃ সিএনএন 

বাংলা ইনসাইডার/ এইচপি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭