ইনসাইড বাংলাদেশ

আজকের অনুষ্ঠান: ২৮ জুলাই ২০১৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/07/2018


Thumbnail

বহুল প্রতীক্ষিত রাজধানীর মেরুল বাড্ডার ইউলুপটি চালু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বিকেল ৫টায় ইউলুপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই ইউলুপটি চালু হলে হাতিরঝিল থেকে রামপুরা, বনশ্রীগামী যানবাহন সহজেই ঘুরতে পারবে এবং প্রগতি সরণির বাড্ডা ও রামপুরা এলাকার যানজট অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে রাজউক কর্তৃপক্ষ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ ঢাকা নান্দনিকের প্রযোজনায় ‘নড় বড়ে বউ’ নাটকটির মঞ্চায়ন হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এই নাটকের মঞ্চায়ন হবে। এছাড়াও হরবোলার ‘একক আবৃত্তি’ জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।

শিল্পকলা একাডেমিতে আজ শনিবার ‘একুশতম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী’ অনুষ্ঠিত হবে। একাডেমির জাতীয় চিত্রশালার ২, ৩, ৪ ও ৫ নং গ্যালারিতে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী।

বাংলা ইনসাইডার/বিকে

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭