ইনসাইড বাংলাদেশ

তিন সিটিতেই বিজিবির টহল শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/07/2018


Thumbnail

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র‌্যাবের পাশাপাশি আধা সামরিক বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার পর থেকে প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। আজ শনিবার সকাল থেকে তিন নগরের প্রধান সড়কগুলোতে বিজিবিকে টহল দিতে দেখা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন সিটির মধ্যে রাজশাহী ও বরিশালে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে দুটি সিটিতেই ১৫ প্লাটুন বিজিবি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। বাকি চার প্লাটুন রিজার্ভ রাখা হবে, যারা বিশেষ প্রয়োজনে বের হবেন।

এছাড়[ সিলেটে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ সিটিতে আরও চার প্লাটুন বিজিবি প্রস্তুত রয়েছে। প্রস্তুত সদস্যরা নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে কাজ করবেন।

বাংলা ইনসাইডার/বিপি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭