কালার ইনসাইড

শাকিবের জন্য বেড়েছে টিকিটের কালোবাজারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/07/2018


Thumbnail

গত শুক্রবার সারা দেশের ১১৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল জিৎ-মিমের ‘সুলতান’। মাত্র এক সপ্তাহ পর সেই সংখ্যা কমে এসেছে ৭০টি সিনেমা হলে। কমেছে ৪৮টি সিনেমা হল। অন্যদিকে গতকাল শুক্রবার দেশের ১০৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে জয়দ্বীপ মুখার্জি পরিচালিত, সুপারস্টার শাকিব খান অভিনীত কলকাতার চলচ্চিত্র ‘ভাইজান এলো রে’।

ঢাকা জুড়ে গেল কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন সিনেমা হলে দেখা গেছে উপচে পড়া ভীড়। ঢাকার কয়েকটি জায়গায় সিনেমার জন্য গতকাল শুক্রবারও রাস্তায় তীব্র যানজট দেখা গেছে। যা ছিল সাধারণ মানুষের ভোগান্তি। অন্যদিকে সিনেমা প্রেমী মানুষদের জন্য সু খবর।

সিনেমা দেখতে যাওয়া একজন দর্শক বলেন,‘ রাস্তার পাশে যেসব সিনেমা হলে। সেসব সিনেমা হলে তো সমস্যা হবেই। শাকিব খানের সিনেমা। একদল হল থেকে বের হচ্ছে আরেকদল ঢুকছে। এই ছবি আরও দু-বার দেখবো বলে ভাবছি। ’

গতকাল ঢাকার প্রায় প্রতিটি সিনেমাহলেই কালো বাজারে (ব্লাক) টিকিট বিক্রী হয়েছে। মতিঝিলে মধুমিতা সিনেমা হলের ‘ভাইজান এলো রে’ সিনেমাটি দেখতে আসা অনেক দর্শকই কোনো অভিযোগ না করে ১৫০ টাকার টিকেট ৩০০ টাকা আর ১০০ টাকার টিকেট ২০০ টাকায় কিনছেন। কথা বলার জন্য ভেতরে যাবার চেষ্টা করে দর্শকদের ভিড় ঢেলে যাওয়া সম্ভব হয়নি। সিনেমা হলে মোট ১২০০ আসন রয়েছে। প্রায় তিন হাজারের মতো দর্শক রয়েছে হলের সামনে।

রায়ের বাজারে মুক্তি সিনেমাহলেরও একই অবস্থা লক্ষ করা যায়। কাউন্টার বন্ধ, সিনেমা হলের সামনে শতাধিক দর্শক। তিনগুনে টিকিট বিক্রী হচ্ছে। টিকেট না পেয়ে অনেকেই বাসায় ফেরত গিয়েছেন। এমনি একজন স্থানীয় এক মুদির দোকানদার হাসান পরিবার নিয়ে এসেছিলেন ছবি দেখতে। তিনি বলেন, ‘টিকেট কাউন্টার বন্ধ। ব্ল্যাকে তিনগুনে টিকিট বিক্রী হচ্ছে। তারপরও টিকেট পেলাম না। আমার সাধারণত সিনেমা দেখা হয় না। কিন্তু বউয়ের জন্য প্রায়ই আসতে হয়। সে শাকিব খানের অনেক ভক্ত। ভালোই হলো আজ টিকেট পেলাম না। দুদিন পর দেখলে দর্শক কিছুটা কমতে পারে, তখন টিকেটের দামও কমবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক টিকিট ব্লাক করা একজন বলেন,‘ শাকিব খানের জন্যই এই টিকিট ব্লাক হওয়া বাড়ে। অন্যসব সিনেমা ডেকেও দর্শক পাওয়া যায় না। তার আবার ব্লাক হবে কি! এই কয়টা দিন একটু ব্লাক করতে দেন ভাই। এটা নিয়ে আর লেখালেখি কইরেন না। এটা আমাদের রুটি রুজির ব্যাপার। আর প্রশাসনও জানে। ‘

ছবিটি প্রযোজনা করেছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এস কে মুভিজ। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী ও পায়েল সরকার। বাংলাদেশে ছবিটি আমদানি করেছে লিপু এন্টারপ্রাইজ।



বাংলা ইনসাইডার/এমআরএইচ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭