ইনসাইড বাংলাদেশ

নির্বাচনের ফলাফল যা-ই হোক, মেনে নেব: লিটন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/07/2018


Thumbnail

আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, আমি মেনে নেব। প্রতিপক্ষ প্রার্থীরও জনগণের রায় মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে।

আজ শনিবার দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তিনি এসব কথা বলেন।

ওই সংবাদ সম্মেলনে খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিন থেকেই বিএনপি বলে আসছে, নিবার্চন স্বচ্ছ হবে না। এটা বিএনপি বাংলাদেশের সবখানে বলে, যেকোনো নির্বাচন এলেই তারা এসব বলে। তাদের এসব কথায় রাজশাহীর মানুষও বিরক্ত হয়ে গেছে।

তিনি আরও বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা দুলু রাজশাহীতে আসার খবরের পরই আমরা আশঙ্কা করছিলাম। তারপর ককটেল হামলার ঘটনা ঘটল বিএনপির গণসংযোগে। ঘটনাটি বিএনপি নিজেরাই ঘটাল। এমনকি এই ঘটনায় অডিও ফাঁস হওয়ার পাশাপাশি তাদের নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে।

রাজশাহীবাসীর উন্নয়ন প্রসঙ্গে খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে শিল্পায়নের মাধ্যমে এক লাখ ছেলেমেয়ের চাকরি ব্যবস্থা করতে চাই। কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো। বাড়ি বাড়ি গ্যাস সংযোগ পৌঁছে দেবো।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দিন মন্ডল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমনসহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।

বাংলা ইনসাইডার/বিপি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭