ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/07/2018


Thumbnail

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে শিশুসহ অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একই পরিবারের ৩ জন রয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও অন্তত ১৭ জন। এছাড়া কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের শাস্তা কাউন্টির বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ‘কার ফায়ার’ নামের দাবানলটি। প্রবল বাতাসের কারণে সেটি ‘আগুন ঝড়ে’ পরিনত হয়েছে।

স্থানীয় সময় গত সোমবার দাবানলটির সূত্রপাত হয় বলে জানিয়েছে বিবিসি। এরপর খুব অল্প সময়ের মধ্যে প্রায় ৪৮ হাজার একরেরও বেশি এলাকাজুড়ে সেটি ছড়িয়ে পড়ে। এর তাণ্ডবে অন্তত ৫০০ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আরও অন্তত কয়েকশ বাড়ি-ঘর।

৩ হাজার ৪০০ জনের বেশি অগ্নিনির্বাপক কর্মী দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় দমকল বিভাগ। এর মধ্যে উদ্ধার অভিযান চালানোর স্থাণীয় সময় গত বৃহস্পতিবার দু’জন কর্মী নিহত হয়েছেন। নিহত দমকল কর্মীর নাম জেরমি স্টক এবং অন্যজন অজ্ঞাতনামা এক বুলডোজার অপারেটর বলে জানা গেছে। এছাড়া স্থানীয় এক বৃদ্ধা তাঁর দুই নাতিসহ নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়া আগুনের মাত্র ৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দাবদাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলটি আরও প্রকট আকার ধারন করতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭