কালার ইনসাইড

আজ ‘সঞ্জু’র জন্মদিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/07/2018


Thumbnail

নন্দিত জীবন হয়েছে নিন্দিত। তিনি বলিউড ‘ব্যাড বয়’ সঞ্জয় দত্ত। ভালোবেসে ভক্তরা তাঁকে ‘সঞ্জুবাবা’ বলেই সম্বোধন করেন। সিনেমায় তাঁর করা অসামান্য সব চরিত্র ছাপিয়ে হয়ে উঠেছেন বদ্ধ উন্মাদ, মাতাল, মাফিয়া ও অস্ত্রবাজ ‘সঞ্জু’। আজ ২৯ জুলাই ৫৯ বছরে পা রেখেছেন আলোচিত এই অভিনেতা।

১৯৫৯ সালের এই দিনে ভারতের বাণিজ্যিক শহর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সঞ্জয় দত্ত। পুরো নাম সঞ্জয় বলরাজ দত্ত। ম্যগাজিনে পাওয়া বাচ্চাদের নামের তালিকা থেকে সঞ্জয় দত্তের নাম পছন্দ করেন তাঁর সৌখিন বাবা-মা সুনীল ও নার্গিস দত্ত।

শৈশব থেকেই দুরন্তপনা ছিলেন সঞ্জয়। মাত্র ৯ বছর বয়সে বাবার বন্ধুর আধ খাওয়া সিগারেট ফুঁকে ধরা পড়েন। বাবা সুনীল দত্ত ছিলেন তৎকালীন কংগ্রেসের সদস্য। দুষ্ট সঞ্জয়কে বোর্ডিং স্কুলে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন খোদ কংগ্রেস প্রধান ইন্দিরা গান্ধী। সঞ্জয়ের পরিবারের সঙ্গেও ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত সম্পর্ক ছিল। ৯ বছর বোর্ডিং স্কুলে কাটান সঞ্জয়।

স্কুল কলেজ শেষ করে লেখাপড়ায় অনীহা প্রকাশ করেন সঞ্জয়। কিন্তু তাঁর নাছোড়বান্দা বাবা তাঁকে মুম্বাইয়ের ‘অ্যালফিনস্টোন কলেজ’-এ ভর্তি করিয়ে দেন। সেখানেও মাদক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন সঞ্জয়।

বলিউডে সঞ্জয়ের প্রথম ছবি ‘রকি’ ১৯৮১ সালে মুক্তি পাওয়া ছবিটির পরিচালক ছিলেন খোদ সঞ্জয়ের বাবা সুনীল দত্ত। ‘রকি’ হিট তকমা লাভ করলেও ছবিটি দেখে যেতে পারেনি তাঁর মা নার্গিস দত্ত। মুক্তি পাওয়ার কিছুদিন আগেই নার্গিস দত্ত ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।  ১৯৮২ সালে তিনি সে বছরের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র ‘বিধাতা’ ও ১৯৮৩ সালে সুপারহিট ‘ম্যাঁ আওয়ারা হুঁ’ চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৮৫ সালে প্রায় তিন বছর পর তিনি ‘জান কি বাজি’ ছবিতে কাজ করেন। ব্যক্তিগত সমস্যা ও মাদকাসক্তি নিরাময়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পূর্বে তাঁর অভিনীত ও মুক্তিপ্রাপ্ত কয়েকটি চলচ্চিত্র বক্স অফিসে ফ্লপ হয়। কিছুটা সুস্থ হয়ে যুক্তরাষ্ট্রে থিতু হতে চেয়েছিলেন সঞ্জয়। কিন্তু বাবার ইচ্ছায় ভারতে ফিরে আসেন।

ভারতে ফিরে এসে মহেশ ভাটের ‘নাম’ ছবির মাধ্যমে নিজেকে খুঁজে পান সঞ্জয়। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসাসফল হয়।

ক্যারিয়ারে ‘সজন’, ‘অগ্নিপথ’, ‘মিশন কাশ্মীর’, ‘ধামাল’, ‘পরিণীতা’, ‘মুন্না ভাই এমবিবিএস’, ‘লাগে রাহো মুন্না ভাই’ এর মতো বহু জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন সঞ্জয় দত্ত।

দীর্ঘ ৩৭ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ফিলফেয়ার, আইফা, স্টারডাস্ট পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন সঞ্জয় দত্ত।

সূত্র: মিড-ডে

বাংলা ইনসাইডার/ এইচপি/জেডএ  

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭