ইনসাইড পলিটিক্স

কোটা নামিয়ে আনা হচ্ছে ৪৫ শতাংশে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/07/2018


Thumbnail

কোটা সংস্কার নিয়ে বেশ কিছুদিন ধরে আন্দোলন চলছে। কোটা সংস্কার হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই জানিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে কোটা ৫৬ শতাংশ থেকে কমিয়ে ৪৫ শতাংশে আনা হতে পারে বলে জানা গেছে।

কোটা সংস্কারের কেন্দ্রীয় কমিটি এ বিষয়ক একটি খসড়া প্রায় চূড়ান্ত করেছে। যেখানে দেখা যাচ্ছে, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে। এর পাশাপাশি অন্যান্য কোটাকে সংস্কার করে মোট ৪৫ শতাংশ কোটায় নামিয়ে আনা হচ্ছে।

মুক্তিযোদ্ধা কোটা নিয়ে হাইকোর্টের একটি রায় বহাল রয়েছে। তবে এর থেকে বড় কথা, ৩০ শতাংশ কোটা মুক্তিযোদ্ধাদের প্রতীক হিসেবে মনে করা হয়। তাই মুক্তিযোদ্ধা কোটা অপরিবর্তিত থাকছে।

এই কোটা সংস্কারের ফলে নিয়োগে কিছু বাধ্যবাধকতা আসছে। দেখা গেছে, যেকোনো নিয়োগ পরীক্ষায় ১৫-১৬ শতাংশ, সর্বোচ্চ ২০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় নিযোগ পায়। বাকি ১০ থেকে ১৫ শতাংশ মেধা তালিকা থেকে নিয়োগ দেওয়ার নির্দেশ থাকলেও তা কখনো মানা হয়, আবার কখনো মানা হয় না। তাই এবার কঠোর ভাবে নির্দেশ থাকবে, পূরণ না হওয়া মুক্তিযোদ্ধা কোটা যেন মেধা তালিকা থেকেই নিয়োগ দেওয়া হয়।


বাংলা ইনসাইডার/বিপি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭