ইনসাইড বাংলাদেশ

‘হাজার হাজার ফুল ফুটেছে গণভবনে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/07/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নতুন প্রজন্মকে মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করতে হবে। শিশু-কিশোরদের লেখা-পড়ার সঙ্গে সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করতে হবে।’

আজ রোববার সন্ধ্যায় গণভবনে থেকে গার্লস গাইড অ্যাসোসিয়েশনের ১০ তলা ভবনের উদ্ভোধনী অনুষ্ঠানের বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী এসময় আরও বলেন, ‘স্কাউট ও গার্লস গাইডদের শিশুকিশোরদের আসার কারণে গণভবনে আজ হাজার ফুল ফুটেছে। আমি চাই গণভবনে সবসময় এমন হাজার হাজার ফুল ফুটুক। জাতির পিতার স্বপ্ন ছিল গণভবনে একদিন স্কাউট ও গার্লস গাইডদের নিয়ে অনুষ্ঠান করার, কিন্তু তাঁর সে স্বপ্ন পুরন হয় নাই। তবে গনভনে তাঁদের পদচারনায় গণভবন ধন্য হল। জাতির পিতার স্বপ্নও পূরণ হল।’


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭