ওয়ার্ল্ড ইনসাইড

ইসরায়েল থেকে পদত্যাগের ঘোষণা ফিলিস্তিনি এমপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/07/2018


Thumbnail

ইসরাইলকে ইহুদি রাষ্ট্র ঘোষণা করে আইন পাশ করার প্রতিবাদে আরব এমপি জুহেইর বহলুল পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গত শনিবার জায়োনিস্ট ইউনিয়ন পার্টির এই নেতা এক টেলিভিশন সাক্ষাৎকারে এ ঘোষণা দেন।

ইসরায়েলের পার্লামেন্টে গত ১৯ জুলাই পাশ হওয়া আইনে আরব নাগরিকদের সমঅধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, ‘একটি উগ্র, বর্ণবাদী ও ধ্বংসাত্মক পার্লামেন্টের আইনকে বৈধতা দেওয়া সম্ভব নয়।

গ্রীস্মকালীন ছুটি শেষে আগামী সেপ্টেম্বরে পার্লামেন্ট সভা বসলে, সেখানে তাঁর পদত্যাগ কার্যকর করা হবে। তবে এ সময়ের মধ্যে তাঁর সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

এর আগে ইসরাইলকে ইহুদি রাষ্ট্র ঘোষণা দেওয়ায় ফিলিস্তিনিদের পাশাপাশি ইসরায়েলের নাগরিকরাও এতে ক্ষোভ প্রকাশ করেছেন।


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭